Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ট্রলারে ডাকাতদের হামলায় আহত ২
meghna river
ফাইল ছবি

হাইমচরে ট্রলারে ডাকাতদের হামলায় আহত ২

চাঁদপুরের হাইমচরে জেলেদের ট্রলারে হামলা চালিয়ে টাকা-পয়সা ও মোবাইল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ আগস্ট শনিবার রাতে উপজেলা ৬ নং চরভৈরবী ইউনিয়নের শেষ বর্ডারে আলতাফ মাস্টার ঘাটের সামনে এ ঘটনা ঘটে। ডাকতদের ধারালো অস্ত্রের আঘাতে শাহাবুদ্দীনের ট্রলারের দুই জেলে জখম হয়েছেন। জখম অবস্থায় আহতদের ডাক চিৎকারে এগিয়ে গিয়ে তাদেরকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আহত দুইজন হলেন শরীয়তপুর উপজেলার গরীবেরচর ইউনিয়নে ট্রলারের মাঝি বাদশা মোল্লা (৫৫) ও কামাল বেপারী (৪৬) ।

চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান জানান, গত অনেক দিন ধরে হাইমচর মেঘনা নদীতে ইলিশ মাছের প্রাদুর্ভাব বেশি হওয়ায় জেলেরা মাছ ধরার উদেশ্যে নদীতে জাল ফেলে। । প্রতিদিনই হঠাৎ করে রাতের আধারে ৩-৪ টি ট্রলার রায়পুর লক্ষ্মীপুর এবং বরিশাল থেকে একদল জলদস্যু হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে মেঘনা নদীতে এসে দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারে হানা দেয়।

তিনি আরো জানান, মেঘনায় জেলেদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। জলদস্যুরা প্রায়ই হামলা করে মাঝিদের জখম করে এবং ট্রলারে থাকা টাকা-পয়সা মোবাইল, লাইট ইত্যাদি ছিনিয়ে নে।

এ বিষয়ে ৪নং নীলকমল ইউনিয়নের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল বলেন, হামলার ঘটনা শুনেছি বিষয়টি খুবই দুঃখজনক। হাইমচর মেঘনা নদীতে প্রতিনিয়ত’ই স্হানীয় জেলেদের উপর হামলা ও তাঁদের কাছে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে প্রায় সময় আমাদের কাছে অভিযোগ আসে। জলদস্যুদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।

হাইমচর করেসপন্ডেন্ট, ৯ আগস্ট ২০২০