চাঁদপুরের হাইমচর উপজেলার বন্যা কবলিত অসহায় গরীব বন্যাদুর্গতদের মাঝে ‘টিফিনের টাকা’ থেকে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শনিবার (১৩ আগস্ট) হাইমচর উপজেলা নদী সংলগ্ন পুরাতন কলেজ মাঠে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় দৈনিক মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আব্দুল আউয়াল রুবেলের সভাপতিত্বে ও হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়াার কামাল, হাইমচর থানা ওসি তদন্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘টিফিনের টাকা থেকে কিছু কিছু রেখে যে সকল শিক্ষার্থীরা হাইমচরে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে এ যেন এক বিরল ঘটনা। তাদের এ উদারতায় আমরা হাইমচর বাসী তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন রাজনৈতিক ব্যক্তিত্ব।