সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামি ৭ থেকে ১২ আগষ্ট পর্যন্ত দেশব্যাপী করোনার ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।
তাই আগামি ৭ থেকে ১২ই আগষ্ট পযন্ত মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল পৌরসভা/ ইউনিয়ন /ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্রে গিয়ে কোভিড-১৯ এর টীকা গ্রহণ করার আহবান জানিয়েছেন সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
তিনি বলেন, করোনা মহামারী পরিস্থিতি অত্যন্ত বিপদজনক পর্যায়ে রয়েছে। সরকার আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তারা জাতীয় পরিচয় পত্র সহ নিকটস্থ টীকা কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করবেন।
সরকারের বিনামূল্যে কোভিড-১৯ এর টীকা গ্রহন ও উক্ত কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীর প্রতি আহবান জানিয়েছেন।
এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সরকারের লকডাউনের সকল নির্দেশনা মেনে চলার আহŸান জানিয়েছেন নুরুল আমিন রুহুল এমপি।
নিজস্ব প্রতিবেদক