Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ১১ মামলায় ২৪ হাজার টাকা জরিমানা
জরিমানা

মতলব উত্তরে ১১ মামলায় ২৪ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ মামলায় ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা।

জানা যায়, বুধবার (৪ আগষ্ট) উপজেলার ছেংগারচর বাজার, গজরা, ঘনিয়ারপাড়সহ বিভিন্ন স্থানে মাঝে লকডাউন বাস্তবায়নে অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা। এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ১১টি মামলায় ২৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মতলব উত্তর থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা হাবিব শাপলা বলেন, করোনা মোকাবেলায় সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা বিস্তার রোধ করা যাবে না। সবাইকে ঘরে থাকুন। বিনা কারণে ঘরের বাইরে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে না চললে আটক, জেল ও জরিমানা করা হবে।

নিজস্ব প্রতিবেদক