Home / চাঁদপুর / টাইব্রেকারে হাইমচরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর
টাইব্রেকারে হাইমচরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর

টাইব্রেকারে হাইমচরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৬তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে উঠেছে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

আগামী ৫ জুন রোববার বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা বনাম চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা দল।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় সেমিফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারণ হয়। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

টাইব্রেকারে সদর উপজেলা দলের পক্ষে গোল করেন ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লাবু, ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুহিন, ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্বাস, ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন, টাইব্রেকারে গোল দিতে ব্যর্থ হন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জহির ও ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিষ্ণু।

অপরদিকে হাইমচর উপজেলার পক্ষে গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল, ৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল ও ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিপন। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন ২০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল সিয়াম, ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলন ও ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মধুসূদন।

হাইমচর উপজেলা দলের খেলোয়াড়রা হলেন: মিলন, শিপন, রিপন, শাহ আলম, শাকিল, আল সিয়াম, জুয়েল, মিলন, এমরান, আল-আমিন, মধুসূদন। বদলি খেলোয়াড় ঃ আবুল কালাম, রহমান, মিলাদ, সোহাগ, মেহেদী হাসান ও মামুন।

সদর উপজেলা দলের খেলোয়াড়রা হলেন: কামাল, মিল্টন, তুহিন, রাজা, সোহেল, লাবু, আব্বাস, জয়নাল, বিষ্ণু, মোহাম্মদ উল্যাহ সুমন, জহির। বদলি খেলোয়াড়: সরোয়ার, রিপন, সুমন, রুহুল আমিন, মাইনুদ্দিন, মেহেদী হাসান ও হাবিব।

এদিন মাঠে খেলা উপভোগ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, হাইমচর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহীর হোসেন পাটোয়ারী, নতুনবাজার ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, টুর্নামেন্টের টেকনিক্যাল কর্মকর্তা বোরহান খান, ইউসুফ বকাউল, হাইমচর উপজেলা দলের কর্মকর্তা আতিক পাটোয়ারী, জাহাঙ্গীর আলমসহ উভয় দলের কর্মকর্তাবৃন্দ।

গ্যালারিতে বসে উভয় দলের বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন নজরুল ইসলাম মিন্টু। সহকারী সেলিম আহমেদ টুমু, মাসুদুর রহমান মাসুম, তরুণদে।
শরীফুল ইসলাম