চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ আল আমিন মাদরাসার ৫ম শ্রেনী শিক্ষা সমাপনী পরিক্ষার দোয়া শনিবার (১৮ নভেম্বর) সকালে উত্তর গুনরাজদী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম সাইফুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক চাঁদপুর দিগন্তের উপদেষ্টা সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান।
মাদরাসার অধ্যক্ষ মো: কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষায় এখন অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। মাদ্রাসা শিক্ষা কোন শিক্ষার অন্তরাল না। এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে যে কোন দিকে উচ্চ শিক্ষা অর্জন করা যায়। মাদ্রাসার শিক্ষার্থী আরবী ইংরেজি বাংলা সব দিকের জ্ঞান অর্জন করাতে পারে।
সহকারী শিক্ষক মো: ইসমাইল হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইসহাক তালুকদার, শ্রেণি শিক্ষক মো: সাইফুল ইসলাম।
ছাত্রদের পক্ষ থেকে সংগীত পরিবেশন ও বক্তব্য রাখেন আসাদুল্লাহিল গালিব। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১ : ৩৩ পিএম, ১৮ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur