চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ফতেপুর পূর্ব ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত মোতালেব মিয়াজীর ছেলে কৃষক মোঃ জিয়ার কলা বাগানের প্রায় ৫ শতাধিক কলাগাছ বৈশাখী ঝড়ের আঘাতে মাটিতে মিশে গেছে।
এতে জিয়া প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছেন। এ ক্ষতিতে জিয়া এখন পথের ফকিরে পরিণত হয়েছে।
কান্না জড়িত কন্ঠে জিয়া জানান, গত ১ বছর আগে ২৮ শতাংশ জমিতে প্রায় ৫শ’ কলা গাছের চারা রোপন করেছেন। সংস্থা থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে জিয়া কলা চাষ করেছেন। ২৮ শতাংশ জমিতে কলা বাগান তৈরী করতে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। একেকটি কলার আঁটিতে প্রায় ৬০ থেকে ৬৫ হালি কলা ধরেছিল।
এরকম প্রায় ৫শ’ কলা ছড়ার দাম হয় প্রায় ২ লাখ টাকা। এর আগেও তিনি কলা চাষ করে লাভবান হয়েছেন বলে জানান জিয়া।
কৃষক জিয়া আরো বলেন, ঝড়-তুফানে আমাকে নিঃশ করে দিল। আমার একমাত্র ফসল কলাবাগান মাটি মিশে গেল। এখন আমি পথের ফকির। এ ক্ষতির কারণে লোনও পরিশোধ করতে পারবো না। এখন আমার বাড়ি-ঘর বিক্রি ছাড়া আর কোন উপায় নাই।
মাজহারুল ইসলাম অনিক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur