Home / চাঁদপুর / ঝড়ের কবলে পড়ে মেঘনার চরে ৩শ’ যাত্রী নিয়ে লঞ্চ আটকা
Launch Atka
প্রতীকী ছবি

ঝড়ের কবলে পড়ে মেঘনার চরে ৩শ’ যাত্রী নিয়ে লঞ্চ আটকা

ঝড়ের কবলে পড়ে প্রায় তিন শতাথিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে ঢাকাগামী চাঁদপুরের লঞ্চ এমভি রাসেল-৩। সোমবার (৩০এপ্রিল) সকাল ১১টা ৪৫মিঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া চরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি।

তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।

লঞ্চে থাকা যাত্রী আতাউর রহমান সোহাগ চাঁদপুর টাইমসকে জানান , সকাল ১১টা চাঁদপুর লঞ্চ ঘাট থেকে এমভি রাসেল-৩ ঢাকার উদেশ্যে ছেড়ে যায়।সকাল সাড়ে এগারোটা সময় প্রচন্ড ঝড় শুরু হলে চালক মুন্সিগঞ্জের কাছাকাছি চরে লঞ্চ থামিয়ে অবস্থান করেন।এছাড়াও আরো কিছু স্টিমার এবং যাত্রীবাহী চাঁদপুরের আর একটি লঞ্চ নদীর মাঝখানে অবস্থান করছে বলে জানানো হয়েছে।

দুপুর ১:২০ মিনিটে লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে

আতাউর রহমান সোহাগ

Leave a Reply