Home / খেলাধুলা / জয়ের আশা দিয়ে চেষ্টা করেও পারলো না টাইগাররা
tiger
ফাইল ছবি

জয়ের আশা দিয়ে চেষ্টা করেও পারলো না টাইগাররা

জয়েরা আশা পরবর্তী ইংলিশদের কাঁপিয়ে দিয়ে অনেক চেষ্টা করেও পারলো না টাইগাররা। ফলাফলে গিয়ে দেখা যায়

বাংলাদেশ : ৬ উইকেটে ২৭৭ (৫০ ওভার)
ইংল্যান্ড : ৬ উইকেটে ২৭৮ (৪৭.৫ ওভার)
ম্যাচের ফল : ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ : ইংল্যান্ড ২-১ এ জয়ী।

তাসকিন আহমেদের বলে ফার্স্ট স্লিপে ক্যাচটা ছেড়ে দিলেন ইমরুল কায়েস! ক্রিস ওকস তখন ১৯ রানে। ওই ক্যাচটা ইমরুল নিতে পারলে ২০ বলে আর ২১ রান লাগতো ইংল্যান্ডের।

উইকেট থাকতো ৩টি। ইশ! ওই ক্যাচটা ইমরুল নিতে পারতেন যদি। তিনি কি সিরিজের ট্রফিটাই হাত থেকে ফেলে দিলেন না!

এই আক্ষেপের সাথেই শেষ হল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ওয়ানডে সিরিজ। বৃটিশদের কাঁপিয়ে দিয়েও ম্যাচটা জেতা হল না। চট্টগ্রামে বুধবার ৪ উইকেটের ওই হারের সাথে বাংলাদেশ ২-১ এ ওয়ানডে সিরিজ হারল ইংলিশদের কাছে।

আগে ব্যাট করে ৮ উইকেটে ২৭৭ রান করেছিল বাংলাদেশ। জবাবে, ১৩ বল বাকি থাকতেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

আর তাতে দেশের মাটিতে টানা ৬ সিরিজ জেতার পর সিরিজ হারল বাংলাদেশ। দেশ ও দেশের বাইরে টানা ৫ ম্যাচ সিরিজ হারার পর আবার হারের দেখা পেতে হল মাশরাফি বিন মুর্তজার দলকে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম, ১২ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply