Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ট্রলারসহ ৮ জেলে আটক
জেলে

হাইমচরে ট্রলারসহ ৮ জেলে আটক

চাঁদপুরের হাইমচরের মেঘনায় ইলিশ নিধনকালে সাড়ে ৩ লাখ মিটার জাল ও ২০ কেজি মাছসহ ৮ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জেলেদের আটক করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাজায়, কোষ্টগার্ড সিসি মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে কোষ্টগার্ড ও মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে সাড়ে তিন লাখ মিটার জাল, ২০কেজি ইলিশ, একটি ট্রলারসহ ৮ জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, চাঁদপুর সদর উপজেলার গুবিন্দা এলাকার ইব্রাহীমের ছেলে মো. রাসেল (২২), সাদ্দাম (২২), রহমত আলির ছেল দুদু বেপারী (৩২), দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল (১৫), কাদির গাজির ছেলে আবুল বাশার (৩৮), শাহজান গাজির ছেলে হানিফ গাজি(৩৫), শাহেব আলীর ছেণে জাকির(২৪), হাফিজ উদ্দিনের ছেলে আহমদ বেপারী (২৮)।

আটককৃত জেলেদের বিচারের জন্য উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে প্রেরন করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান, ক্ষেত্র সহকারি হাফিজ আহমেদসহ কোষ্টগার্ড কর্মকর্তাবৃন্দ। জব্দকৃত জাল সকলের উপস্থিতিতে জালিয়ে ধ্বংশ করে দেয়া হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

অপর এক অভিযানে নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ হোসেন সরকারের নেতৃত্বে মেঘনায় ইলিশ সম্পদ রক্ষা অভিযানে পরিচালনা করে জেলে, ৬ লক্ষ ৮০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেন।

এসময় অভিযানে অংশ গ্রহন করেন নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির এস আই স্বপন, এএসআই মোঃ আল আমিনসহ সঙ্গী ফোর্স। জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়। ইলিশ মাছ বিভিন্ন এতিম খানা বিতরণ করেন।

প্রতিবেদক: মো. ইসমাইল, ৭ অক্টোবর ২০২১