Home / চাঁদপুর / জেলেদের সাথে চাঁদপুর নৌ-পুলিশের উঠান বৈঠক
জেলেদের সাথে চাঁদপুর নৌ-পুলিশের উঠান বৈঠক

জেলেদের সাথে চাঁদপুর নৌ-পুলিশের উঠান বৈঠক

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় নৌ থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জেলে, জেলে প্রতিনিধি, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন উপস্থিত ছিলেন। উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ-পুলিশ সুপার সুব্রত হালদার।

সভাপতিত্ব করেন জেলে প্রতিনিধি জাতীয় মৎস্যজীবী সমিতির মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান। তরপুরচন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মোস্তফা মালের পরিচালনায় প্রধান অতিথি বলেন, উঠোন বৈঠকের মূল উদ্দেশ্য মার্চ-এপ্রিল ২ মাস সরকার ঘোষিত ইলিশ অভয়াশ্রম পদ্মা-মেঘনা নদীতে জাটকা সহ সকল প্রকার মাছ আহরন নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নার্থে জেলেদেরকে সচেতন করা।

নৌ পুলিশ সুপার জেলেদের উদ্দেশ্যে আরো বলেন, নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরতে নেমে নিজের এবং নিজের পরিবারের বিপদ ডেকে আনবেন না। সরকার আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। মার্চ-এপ্রিল এ দুই মাস নদীতে সকল প্রকার মাছ ধরা সম্পূর্ন নিষেধ। এ সময় কাউকে মাছ ধরা অবস্থায় পাওয়া গেলে জেল জরিমানা করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, আপনারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। নদীর সাথে আপনাদের সম্পর্ক অনেক গভীর। আপনারা যে অভিযোগ তুলেছেন ৪০ কেজি চালে কম পেয়ে থাকেন সে বিষয়টি আগামী রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের আইন শৃঙ্খলা মিটিংয়ের মাধ্যমে মৎস্য মন্ত্রণালয়ে অবগত করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক, জাতীয় মৎস্যজীবী সমিতির যুগ্ম সাধরণ সম্পাদক তছলিম বেপারী, জেলে প্রতিনিধি রুস্তম বেপারী, মফিজ সর্দার প্রমুখ।

প্রতিবেদক- কবির হোসেন মিজি