Home / চাঁদপুর / জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে প্রস্তু‌তি সভা
স্বেচ্ছা‌সেবক

জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে প্রস্তু‌তি সভা

আগামী ২৭ জুলাই জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের ২৮তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী সফল কর‌তে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই‌ শনিবার সন্ধ‌্যায় জেলা আওয়ামীলী‌গের দলীয় কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি অ‌্যাড‌. ‌হেলাল হোসেন। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, আগামী ২৭ জুলাই সবার সহ‌যো‌গিতায় এক‌টি সুন্দর প্রতিষ্ঠাবা‌র্ষিকী কর‌তে পার‌বো ব‌লে ম‌নে ক‌রি। আমরা সংগঠনে‌কে উজ্জীবীত কর‌তে ও আওয়ামীলী‌গের শ‌ক্তিশালী সহ‌যো‌গি সংগঠন হি‌সে‌বে গ‌ড়ে তুল‌বো। আমরা অ‌নে‌কেই এখা‌নে ছাত্র রাজনী‌তি ক‌রে এ সংগঠ‌নে এ‌সে‌ছি তাই সেই মেধা কা‌জে লা‌গি‌য়ে আমারা দল‌কে সুসংগ‌ঠিত কর‌বো। প্রতিষ্ঠাবা‌র্ষিকীর অনুষ্ঠান সফল কর‌তে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থে‌কে কাজ কর‌বেন তাহ‌লেই প্রতিষ্ঠাবা‌র্ষিকী সফল হ‌বে।

প্রতিষ্ঠাবা‌র্ষিকীর কর্মসূ‌চি: ২৬ জুলাই প্রথম প্রহ‌রে কেককাটা, সাড়ে ১২টায় ২৮ বার আতশবাজি প্রজ্জলন, ২৭ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যাল‌য়ে জাতীয় ও দলীয় পতাকা উ‌ত্তোলন, জা‌তির জন‌কের প্রতিকৃ‌তি‌তে পুস্পস্ততপক র্পণ, সকলা ১১টায় শিশু খে‌লোয়ার‌দের মা‌ঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, বি‌কেল সাড়ে ৩টায় জেলা আওয়ামীলীগ কার্যাল‌য়ে
পথসভা শে‌ষে শহ‌রে বর্ণাঢ‌্য শোভাযাত্রা বের করা হ‌বে।

জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক ফের‌দৌস মোর‌শেদ জু‌য়ে‌লের প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন জেলা কমি‌টির সহ সভাপ‌তি হাবীবুর রহমান লিটু, জা‌হিদুর রহমান জা‌হিদ, আতাউর রহমান পাটওয়ারী, মাইনু‌দ্দিন সুমন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠ‌নিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদাক রন‌জিৎ সাহা মুন্না, প্রচার সম্পাদক আ‌নোয়ার হো‌সেন, উপ আইন বিষয়ক সস্পাদক শাওন, ক্রীড়া সম্পাদক জ‌নি, নির্বাহী সদস‌্য শুভাশীষর ঘোষ, আবু সা‌য়েম, হারুন, শাহরা‌স্তি উপ‌জেলার নেতা জু‌য়েল পাটওয়ারী, সোর‌শেদ, খ‌লিল, ম‌মিনুল ইসলাম উজ্জল, সাজ্জাদ, মাহমুদ, অ‌্যাড‌. শামীম,জু‌য়েল কান্তি নন্দু, তাপস সাহা, ঈমাম গাজী রা‌সেল বেপারী, মাহতাব রা‌সেল, সজীব মৃধা, শিান ও ইয়া‌ছিনস, মহ‌সিনসহ জেলা ও উপ‌জেলা ক‌মি‌টির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

সভায় প্রতিষ্ঠাবা‌র্ষিকী সফল কর‌তে বি‌ভিন্ন উপ ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। চার‌টি উপক‌মি‌টি সমূহ র‌্যা‌লি, অপ‌্যায়ন ও শৃঙ্খলা, প্রচার ও ক্রীড়া।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৩ জুলাই ২০২২