চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাশেদা আক্তার যোগদান করেছেন। ৮ সেপ্টেম্বর বুধবার চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ে তিনি যোগদান করেন।
এর আগে তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৩০তম বিসিএসের এই কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি সিলেট এমসি কলেজ থেকে রসায়ন বিদ্যায় মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড হিসেবে কাজ করেন। তাঁর স্বামী সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জননী। বুধবার তাঁকে স্বাগত ও বরণ করে নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার জানান, চাঁদপুরে এই প্রথম আসা। সকলের সহযোগিতায় আমি সুনামের সাথে কাজ করতে চাই।
চাঁদপুর করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur