Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে শিক্ষা অফিসার বিদায় সংবর্ধনা
শিক্ষা অফিসার

হাইমচরে শিক্ষা অফিসার বিদায় সংবর্ধনা

চাঁদপুরের হাইমচর উপজেলা শিক্ষা অফিসার জুলেখা শারমিন বদলি জনিত কারণে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকদের পক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর বুধবার হাইমচর উপজেলার ৭নং পূর্বচর কৃঞ্চপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মামুন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য হাইমচর উপজেলার পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, বিদায়ী সংবর্ধিত অতিথি হাইমচর উপজেলা বিদায়ী শিক্ষা অফিসার জুলেখা শারমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আলী জনী, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কন্ডার ডাঃ হাফিজ আহম্মদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আ. রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন বেপারী, প্রধান শিক্ষক মোক্তার আহমেদ, নীশেষ নারায়ণ মজুমদার, সীমা দেবনাথ, সহকারী শিক্ষক মাওঃ ওছমান গনি ছালিহী, সহকারী শিক্ষিকা খাদিজা বেগম প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, আপনি একজন শিক্ষক বান্ধ ছিলেন। আপনার বিদায় বেলা আজ সকল শিক্ষকরা আপনার বিদায় বক্তব্য আপনার প্রশংসা শুনে মুগ্ধ হয়েছি। আমরা আপনার মঙ্গল কামনা করছি। আপনি যেখানে থাকবে ভাল থাকবে, আপনাকে সব সময় মনে রাখবে। সংবর্ধিত অতিথি উপজেলা শিক্ষা অফিসার জুলেখা শারমিন বলেন, হাইমচরের শিক্ষকরা ছিল আমার পরিবারের মত। আমি শিক্ষকদের বেতন, ছুটি নিয়ে কোন দিন কথা বলিনি, যে ভাবে চেয়েছেন চেষ্টা করেছি তা রাখার জন্য। আপনারা আমাকে দোয়া করবেন।

প্রতিবেদক: মো.ইসমাইল