Home / চাঁদপুর / চাঁদপুর জেলা কারাগারে অপরাধী সংশোধন সংস্থার দু’টি টেলিভিশন প্রদান
zala jail

চাঁদপুর জেলা কারাগারে অপরাধী সংশোধন সংস্থার দু’টি টেলিভিশন প্রদান

চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনবার্সন সমিতির কর্তৃক চাঁদপুর জেলা কারাগারের কয়েদীদের জন্য দু’টি টেলিভিশন রোববার (২৯ অক্টোবর) বিকেলে হস্তান্তর করা হয়েছে । চাঁদপুর জেলা কারাগারে জেল সুপারের কার্যালয়ে জেলসুপার মো.মাইন উদ্দিন ভূঁইয়ার নিকট আনুষ্ঠানিকভাবে টেলিভিশন দ’ুটি হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা শওকত ওসমান,চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনবার্সন সমিতির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,নবাগত আরডিসি ফৌরদেীসি বেগম,জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার ও সমিতির সদস্য সচিব ফারহানা আমিন ও নিবাহী ম্যাজিস্ট্রেটগণ ।

এর আগে চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল জেলা কারাগার পরিদর্শন করেন । শুরুতেই জেলা প্রশাসক মো আব্দুস সবুর মন্ডলকে স্বাগত জানান এবং গার্ড অব-অনার দেন জেল সুপার মো.মাইন উদ্দিন ভূঁইয়াসহ জেলা কারাগারের রক্ষীগণ ।

করেসপন্পেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৮:১০ পিএম,২৯ অক্টোবর ২০১৭,রোববার
এজি

Leave a Reply