Home / চাঁদপুর / জেলায় আরো ১৪ জনের করোনা শনাক্ত
আইসোলেশনে

জেলায় আরো ১৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে ঈদের দিন শনিবার আরো ১৪জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মতলব উত্তরের ৩জন, কচুয়ার ১জন, হাজীগঞ্জের ৩জন ও শাহরাস্তির ৭জন রয়েছেন।

একই দিনে জেলায় ২৭জন করোনা থেকে মুক্ত তথা সুস্থ হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ১২জন, মতলব দক্ষিণের ২জন ও ফরিদগঞ্জের ১৩জন সুস্থ হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (১ আগস্ট) ৩৩টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ১৯টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮৪৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭২৩জন, ফরিদগঞ্জে ২১০জন, মতলব দক্ষিণে ১৯৯জন, শাহরাস্তিতে ১৮৫জন, হাজীগঞ্জে ১৭৯জন, মতলব উত্তরে ১৪৪জন, হাইমচরে ১২৭জন ও কচুয়ায় ৭৮জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শনিবার পর্যন্ত সংগৃহীত মোট নমুনার সংখ্যা ৬৭৩৪টি। রিপোর্ট এসেছে ৬৭০৪টি। রিপোর্ট অপেক্ষমান ৩০টি। তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১৮৪৫জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১১৫৭জন। চিকিৎসাধীন আছেন ৬১৩জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬১৯জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৯৭জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২২জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১০৬৪১জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৯০৩জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৭৩৮জন।

করেসপন্ডেট ২ সেপ্টেম্বর ২০২০