Home / চাঁদপুর / ‘জেলার বাইরের ভিক্ষুকরাই চাঁদপুরে এসে ভিক্ষা করে’
জেলার বাইরের ভিক্ষুকরাই চাঁদপুরে এসে ভিক্ষা করে

‘জেলার বাইরের ভিক্ষুকরাই চাঁদপুরে এসে ভিক্ষা করে’

‘দূর-দূরান্ত থেকে আগত জেলার বাইরের ভিক্ষুকরাই চাঁদপুরে এসে ভিক্ষা করে থাকে। তাদেরকে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য উৎসাহ যোগাতে হবে।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভায় বক্তারা এ মন্তব্য করেন।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান।

উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ শাহজান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মুনিরা চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সমাজ কর্মকর্তা মো:জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিল আতিয়া পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরী, চাঁদপুর মডেল থানার ইন্সেপেক্টর (অপারেশন) এমএ রউফ, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, ল²ীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান, ৫ন রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান সাত্তার রাঢ়ী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম খান, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ, কল্যাণপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি প্রমুখ।

বক্তারা আরো বলেন, চাঁদপুর সদর উপজেলাকে আগামি ফেব্রুয়ারির মধ্যে ভিক্ষুক-মুক্ত করার কাজ শেষ করতে হবে। এ জন্য সর্ব প্রথম ভিক্ষুকদের কর্মমূখী করার জন্য উৎসাহ করতে হবে। চাঁদপুরকে ভিক্ষুক-মুক্ত করার জন্য সর্ব প্রথম ভিক্ষুকদের তালিকা করে তাদেরকে চিহিৃত করতে হবে। বিভিন্ন স্থানে দখলকৃত খালকে অবমুক্ত করার জন্য সকলের সহযোগিতা করতে হবে। সকলকে আরো বেশি করে উন্নয়নের জন্য কাজ করতে হবে।’

সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ