Home / চাঁদপুর / জেলার ইউনিয়নগুলোতে ১০ টাকা কেজির চাল বিক্রি অব্যাহত
Rice-10-tk
প্রতীকী ছবি

জেলার ইউনিয়নগুলোতে ১০ টাকা কেজির চাল বিক্রি অব্যাহত

চাঁদপুর জেলার সকল ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিক্রি অব্যাহত রয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে । অনুমোদিত ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে ।

চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় বুধবার ২১ অক্টোবর দুপুরে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুর জেলার সকল ইউনিয়নের সেপ্টেম্বর মাসে ১,৫৯৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল এবং তা সকল ইউনিয়নে ১০ টাকা কেজি হারে বিক্রি করা হয়েছে ।

চলতি অক্টোবর মাসের ১ তারিখ থেকে পুনরায় ১,৫৯৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে । যা ১০ টাকা কেজি দরে বিক্রি অব্যাহত রয়েছে । জেলার ১২৩ ডিলারের মাধ্যমে ৫৩ হাজার ১৫৬ পরিবার এ সুবিধা পাচ্ছে । প্রত্যেক পরিবার ৩০ কেজি চাল ক্রয় করতে পারবে। এদিকে কচুয়া ও মতলব উত্তরে খাদ্যমান পুষ্টি সরবরাহ করা হয়েছে ।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ আজ বুধবার দুপুরে তার কার্যালয়ে মাসিক সভা করেছেন। উক্ত সভায় সকল উপজেলা খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় খাদ্যের মান, বাজার নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং,খাদ্যমান যাচাই প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় ।

এছাড়াও সরকারের গৃহীত প্রকল্প ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম তদারকি করার জন্য তিনি নির্দেশ দেন বলে জানা যায় ।

আবদুল গনি,২১ অক্টোবর ২০২০