Home / আন্তর্জাতিক / জেলখানার টয়লেট দিয়ে পালাতে গিয়ে (ভিডিওসহ)
জেলখানার টয়লেট দিয়ে পালাতে গিয়ে

জেলখানার টয়লেট দিয়ে পালাতে গিয়ে (ভিডিওসহ)

পালানোর প্রাণান্ত চেষ্টাই করেছিলেন। টয়লেট দিয়ে জেলখানা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি। অধিকন্তু ময়লামাখানো শরীরে তাকে ফিরে যেতে হয়েছিল জেলখানার প্রকোষ্টেই। এমনই একটি খবর দিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মিরর। রিপোর্টের সাথে তারা একটি ভিডিও যুক্ত করেছে।

ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি টয়লেটের গর্ত দিয়ে তার মাথা ঢুকিয়ে পালানোর চেষ্টা করছেন। এসময় তার সারা শরীর মলাবৃত ছিল।

লোকটি যখন সুয়ারেজের লাইনের ময়লার মধ্যে কাতরাচ্ছিলেন সেসময় দুই ব্যক্তি তাকে পা টেনে বের করছেন।

ভিডিওর অপর একটি দৃশ্যে যায় ওই ব্যক্তিকে যখন জেলখানার তার কক্ষে নেয়া হয় তখন তার মাথা থেকে পা পর্যন্ত ময়লাবৃত ছিল।

এটা ব্রাজিলের কোনো একটি জেলখানার বলে ধারনা করা হলেও কোন জেলখানায় সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

লাইভলিক.কম ওয়েবে গত ২৯ তারিখ আপলোড করা ওই ভিডিও ইতিমধ্যে ১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক দেখেছে।

ভিডিও:

নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৫৬ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর