চাঁদপুরের কচুয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০১৮ পালিত হয়েছে। ‘জেগেছে যুব, গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে গতকাল বৃহস্পতিবার (০১ নভেম্বর) কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও নীলিমা আফরোজ। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার উল্যাহ, প্রেসক্লাব সভাপতি রাকিবুল হাসান, সাবেক সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ। এসময় উপজেলার বিভাগীয় কর্মকর্তা, ন্যাশনাল সার্ভিস কর্মীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur