Home / চাঁদপুর / জেএসসি-জেডিসি কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
জেএসসি-জেডিসি কেন্দ্র পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

জেএসসি-জেডিসি কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সারা দেশের ন্যায় চাঁদপুরেও মঙ্গলবার (১ নভেম্বর) জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষা শুরু হয়েছে।

সকালে সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের এম এম নূরুল হক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিদর্শন কালে শিক্ষার্থীদের কেন্দ্রে কোন ধরনের সমস্যা হচ্ছে কিনা তার খোঁজ খবরও নেন।

এ সময় আশিকাটি ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বাংলা ১ম পত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত রয়েছে ১ হাজার ৯৩ জন । এর মধ্যে ছাত্রের অনুপস্থিতির সংখ্যা ৪ শ’ ৫৪ জন এবং ছাত্রীর অনুপস্থিতির সংখ্যা ৬ শ’ ৩৯ জন ।

চাঁদপুরের সব উপজেলার পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জেলা শিক্ষা বিষয়ক শাখা সূত্রে জানা গেছে।

: আপডেট, বাংলাদেশ সময় ৭:১০ পিএম, ১ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

জেএসসি-জেডিসি কেন্দ্র পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply