চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৭:১৩ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
দক্ষিণ দিল্লির একটি খ্যাতনামা শপিং মলে জুতার ভেতরে গোপন ক্যামেরা রেখে নারীদের অশ্লীন দৃশ্য ধারণ করার সময় এক আইনজীবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শপিং মলে এক ব্যবস্থাপকের কাছে ৩৪ বছর বয়সী ওই আইনজীবির গতিবিধি সন্দেহজনক মনে হয়। তিনি নারীদের সাথে দূরত্ব বজায় না রেখে তাদের দিকে ডান পা এগিয়ে রাখেন। এ সময় ব্যবস্থাপক তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলে।
এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে গোপন ক্যামেরার উদ্ধার করা হয়। তাকে পুলিশের কাছে সোপর্দ করে ওই ব্যবস্থাপক।
গ্রেপ্তার ওই আইনজীবির কাছ থেকে ১২টি অশ্লীল ক্লিপ , ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur