Home / শিল্প-সাহিত্য / জীবন নদে যার লেগেছে ভাটির টান : আকিব
জীবন নদে যার লেগেছে ভাটির টান

জীবন নদে যার লেগেছে ভাটির টান : আকিব

জীবন নদে যার লেগেছে ভাটির টান,
অযথা যুদ্ধ করে রক্ষা হবে না প্রাণ।

দে ভাসিয়ে তোর তরী আজ
ডেকেছে দেখ চাহিয়া মহারাজ,
হেলায় হেলায় কাটিয়ে জীবন
শেষ বেলায় কেনো চাসনে মরণ।

প্রভুর তরে সেজদায় পড়ে
ওরে পাপী দে তোর আখি ছেড়ে,
জীবন তরীর শেষলগ্নে এসে
সাজিয়ে নে তোরে গোলাম বেশে।
অন্তর চক্ষু মেলিয়া দেখরে পাপী
ক্ষমার দুয়ার খোলা তোর লাগী,
হারায়ে হারায়ে সব হারাসনেরে
একুল ওকুল সব পাবিরে ফিরে।

গভির রাতে আকাশপানে
অশ্র্রুসিক্ত নয়নে দু‘হাত তুলে,
ডাক দিয়ে বল মহাশয়ের তরে
নিরাশ করবে না রহমান তোরে।

সব ভুলে আজ ফিরে আয় আবার
পথ দেখাতে তোরে প্রস্তুত রাহবার,
মহাশয়ের দরবারে আজ জানায়ে দাবি
কাংখিত পথের সন্ধান তুই পাবি।

জীবন নদের খেয়াঘাটে বসে
পাড়ি দেবার সময় হয়েছে বুঝে,
যে মন ফিরে আসে তার রবের কাছে
এ পারে না দেখার স্বাদ মিটিবে দীদারে।

এ বিশ্বাসের বিজ হৃদয়ে বপন করে
পরিচর্যায় আমার আত্মনিয়োগ সে দিনের তরে,
অপেক্ষার প্রহর গুনতে শুরু করলাম
নিরাশ করো না প্রভু আমায়।

মহান রবের করুণাকামী…

লেখক-মুসাদ্দেক আল আকিব
প্রধান বার্তা সম্পাদক, চাঁদপুর টাইমস।

Leave a Reply