Home / শিল্প-সাহিত্য / জীবনটাই মরুভূমি
জীবনটাই মরুভূমি

জীবনটাই মরুভূমি

হৃদয় নদীতে আমার জেগেছে
উতালপাথাল ঢেউ
সে ঢেউয়েতে ভেসে আজো
এলো নাতো কেউ।
মন নদীতে কেউ তো এসে
দিলো নাতো বাঁধ
জীবন আকাশে আলো করে
উঠলো নাতো চাঁদ।

যৌবন কলি ফুটলো শুধু
সুবাস ছড়িয়ে
কোকিল হয়ে গেয়ে গেলোনা
কেউ মন ভরিয়ে।

তবে কি একা থাকবো
আসবেনা মোর সখা
সারা জীবনেও এমন সাথীর
পাবো নাকি সখা?

ভালোবাসার মালা আমি
গেঁথেই গেলাম শুধু
জীবন আমার থেকেই গেলো
মরু ভুমি ধু ধু।

 

 

ডেইজী আশরাফ

 

|| আপডেট: ০৯:০১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর