কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা মুফতি আলাউদ্দিন জেহাদীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও কারা মুক্তির দাবিতে আ’লা হযরত ইমাম আহমদ রেজা খাঁ (রহঃ) পাঠাগার ও জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আ’লা হযরত ইমাম আহমদ রেজা খাঁ (রহঃ) পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন, উপদেষ্টা জাকির হোসেন বাচ্চু, মাওলানা তাজুল ইসলাম আল কাদেরী প্রমুখ।
এসময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৪ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur