জাহারা জেরিন এ বছর বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুল বৃত্তি লাভ করেছে।। তার বাবার নাম মো.জাহাঙ্গীর আলম। যিনি সৌদি প্রবাসী। তার মায়ের নাম সাদিয়া ইসলাম (ডালিয়া)। তিনি একজন আদর্শ গৃহিণী।
সে টেলেন্টপুল বৃওি পাওয়ায় শিক্ষক-শিক্ষিকাগণের নিকট কৃতজ্ঞ। জাহারা জেরিন বর্তমানে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। সে ভবিষ্যতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। তাই জাহারা জেরিন সকলের নিকট দোয়া প্রার্থী ।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৯:৫০ পিএম,৭এপ্রিল ২০১৮,শনিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur