শিল্প-সাহিত্য

জাহাঙ্গীর হোসেনের লেখা ‘অচল সাইকেল’ প্রবন্ধগ্রন্থ প্রকাশিত

শিক্ষক , কবি ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন রচিত ‘অচল সাইকেল’ প্রবন্ধগ্রন্থ সমপ্রতি প্রকাশিত হয়েছে। বইটি চাঁদপুরের বিভিন্ন লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে। বইটি ছোট-বড় দশটি লেখা নিয়ে রচিত। বেশিরভাগ লেখায় সমাজ ও সভ্যতাকে অচলায়তনের দিকে নিয়ে যেতে অন্ধত্ব, কুসংস্কার, কূপম-ুকতা ও চরম অসংগতিপূর্ণ উপাদানগুলোর যে ভূমিকা তা লেখাতে উঠে এসেছে।

মানুষের জীবন প্রবাহ পরিচালনায় অর্থনীতি, রাজনীতি, সাহিত্য-সংস্কৃতির ভূমিকাই প্রধান। এসব নিয়ে কথা আছে-এ গ্রন্থে। লেখক জাহাঙ্গীর হোসেন একাধারে লেখক, সাংবাদিক,শিক্ষক, রাজনীতি ও সংস্কৃতিকর্মী।

উল্লেখ্য, তিনি চাঁদপুর লেখক পরিষদের আহ্বায়ক,জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, নবরবি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা সভাপতি ও কেন্দ্রিয় সাংস্কৃতিক সম্পাদক, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সাবেক সভাপতি, বক্ষবুলি লিটল ম্যাগ-এর সম্পাদক ও প্রকাশক।

বার্তা কক্ষ , ২২ নভেম্বর ২০২০

Share