স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মেসি-ইনিয়েস্তারা। দলের সবাই নিজেদের জার্সিতে তাদের মায়ের নাম লিখে খেলতে নেমেছিলেন এদিন। বিশ্ব মা দিবসের আগে ইউনেস্কোর ডাকে সাড়া দিয়েই এমন নজিরবিহীন কাজ করলেন বার্সেলোনার ফুটবলাররা।
এ প্রসঙ্গে ম্যাচের শেষে কাতালান ক্লাবটির স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘মায়েদের ভালোবাসা জানানোর এমন সুযোগ ছাড়তে চাইনি।’
মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা সফল। গত সপ্তাহেও রিয়াল মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের বিপক্ষে যথাক্রমে ড্র ও জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। তবে লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে মৌসুম শেষ করার কাজটা এখন বাকি তাদের। সেজন্য লিগের শেষ দুই ম্যাচেও জয় কিংবা ড্র করতে হবে বার্সেলোনার।
ইতোমধ্যেই দ্বিমুকুট জেতা বার্সেলোনার শেষ ১০ ম্যাচে হার মাত্র একটি। সেটাও আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। কোয়ার্টার ফাইনালে এএস রোমার কাছে হেরে সেই টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় স্প্যানিশ জায়ান্টরা। আর এই হতাশা এখনো ঘিরে রেখেছে কাতালানদের অভিজ্ঞ কোচ আর্নেস্তো ভালভার্দেকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন একটা ক্লাবের কোচ যেখানে কেউ হারার কথা ভাবতেই পারে না। অথচ লা লিগা বা কোপা দেল রে জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে সফল হইনি আমরা। তাছাড়া মৌসুম শুরুর সময় দলে বেশ কিছু সমস্যাও ছিল। সেখান থেকে ধীরে ধীরে সবাই ভালো খেলতে শুরু করে। তবু চ্যাম্পিয়ন্স লিগে রোমে খেলতে গিয়ে দল বড় একটা আঘাত পেয়েছে।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur