Home / জাতীয় / রাজনীতি / জাপা ৯০ পর্যন্ত স্বৈরাচারী আচরণ করেছে : জি এম কাদের
জাপা ৯০ পর্যন্ত স্বৈরাচারী আচরণ করেছে : জি এম কাদের
ফাইল ছবি

জাপা ৯০ পর্যন্ত স্বৈরাচারী আচরণ করেছে : জি এম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘অনেক কাজে বলা হয় ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি স্বৈরাচারী আচরণ করেছে। এটাকে আমি অস্বীকার করি না।’

আজ বৃহস্পতিবার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন। দলের নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সংবর্ধনা দেয় জাতীয় সৈনিক পার্টি।

অনুষ্ঠানে জাতীয় পার্টির শাসনামলের উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘যে আচরণ করা হয়েছে, সবগুলো যে পদ্ধতিগতভাবে করা হয়েছে সেটাও নয়। অনেক ক্ষেত্রে হয়তো স্বৈরাচারীও বলা যায়। এটা আমি অস্বীকার করছি না। কিন্তু এখন মানুষ খেয়াল করছে যে জাতীয় পার্টি ৯০ সালে চলে যাওয়ার পর যে রাজনৈতিক দলগুলো সাধারণভাবে সুন্দরভাবে গঠিত হয়েছে বা যেগুলো জাতীয় পার্টির মতোই গঠিত হয়েছে, তারা কি স্বৈরাচারী আচরণ করছে না?’

জি এম কাদের আরো বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে সংসদে থাকতে চাই। আমরা সংসদ থেকে আমাদের সদস্যদের পদত্যাগ করতে বলব, এ কথা সঠিক নয়। উনারা যদি আলাদাভাবে মন্ত্রিসভায় যান আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। জাতীয় পার্টি থেকেও আপত্তির কিছু নেই। কিন্তু জাতীয় পার্টিতে থেকে এটা করতে হলে আমাদের রাজনীতি হচ্ছে না।’

প্রধানমন্ত্রী আগাম নির্বাচন দিতে পারেন বলে ধারণা করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।
নিউজ ডেস্ক : আপডেট ৭:০৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ