জাপানে স্থানীয় সময় রোববার ৯টা ২৭ মিনিটে চিবা প্রিফেকচারে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। তবে ওই ভূমিকম্পের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ।খবর জাপান টাইমসের।
কয়েক সপ্তাহ আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পে বহু বাড়িঘরের জানালা ভেঙে পড়ে এবং ফুকুশিমায় একটি ভূমিধসের ঘটনা ঘটে।
জাপানের আবহাওয়া সংস্থা সেই সময় জানিয়েছিল— ওই ভূমিকম্পটির পর ২০১১ সালের ১১ মার্চের ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পের পরাঘাত হতে পারে।
১০ বছর আগের ওই ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে জাপানের উত্তর-পূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur