চাঁদপুর সরকারি মহিলা কলেজে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৫ আগস্ট সকালে ফেসবুক লাইভে স্বাস্থ্যবিধি অনুযায়ি চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
কলেজের সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ড.মো.মাসুদ হোসেনের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের প্রভাষক নূরুননাহারের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মাসুদুর রহমান,শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক,বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.কানিজ ফাতেমা রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো.এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক মাসুমা-তুন-নূর এবং কবিতা আবৃত্তি করে একাদশ শ্রেণির শিক্ষার্থী তাইয়েবা তাবিথা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, ‘১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতীর জনকের রাজনীতি,দর্শন, ১৫ আগস্ট কাল রাত্রি, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষার্থীদেরকে নিজের জীবন গঠন করে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।’
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ,ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথি’।
সূর্যোদয়ের সাথে সাথে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে শোক দিবসের কর্মসুচি শুরু হয়। সকাল সাড়ে ৯ টায় জাতীয় শোক দিবস স্মরণে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে অত্র কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক কর্মচারীসহ স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল পৌনে ১০ টায় ফেসবুক লাইভে কলেজের অধ্যক্ষ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সকাল সোয়া ১০টায় ফেসবুক লাইভে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডে নিহত শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। সাড়ে ১২ টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে জাতির পিতা স্মরণে দেশজ,ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়।
ফেসবুক লাইভের আলোচনা সভায় অত্র কলেজের শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী,বিএনসিসি,রেডক্রিসেন্ট,গার্লস ইন রোভার এর সদস্যরা সংযুক্ত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট , ১৫ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur