Tuesday, 19 May, 2015 10:07:24 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
মঙ্গলবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা গেছে। চট্টগ্রাম, মাদারীপুর, ভোলা, নেত্রকোণা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকরা ফোন করে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন। আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে শুরু হচ্ছে ১৪৩৬ হিজরির শাবান মাস। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ২ জুন দিবাগত রাতই শবে বরাতের রাত
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur