স্টাফ করেসপন্ডেন্ট :
মানবাধিকার জোট সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক পেলেন কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদের উত্তম কুমার দেবনাথ।
গত ২৭ মে বুধবার বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক ২০১৫ তার হাতে তুলে দেওয়া হয়।
মানবাধিকার জোট সামাজিক কর্মকান্ডে কাজী নজরুল ইসলাম পদকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
উদ্বোধক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাড. প্রমোদ মানকিন এমপি। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার জোটের চেয়ারম্যান মো. আতাউর রহমান।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur