জাতীয় যুব পুরস্কার-২০২৩ উপলক্ষে সারাদেশে ৯ উদ্যাক্তার মধ্যে চট্টগ্রাম বিভাগে চাঁদপুরের হাজীগঞ্জে হাছিনা আক্তার সেলীকে মনোনীত হয়েছে। যুব উন্নয়ন দিবসে এ জাতীয় পুরস্কার দেওয়ার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার বিকালে হাজীগঞ্জে আগমন করেন।
হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডে হাছিনা আক্তার সেলীর কুটির শিল্পের তৈরি মালামাল পরিদর্শন করেছেন।
এসময় কর্মকর্তারা কুটির শিল্পের বিভিন্ন তৈরি মালামাল পরিদর্শন ও প্রতিষ্ঠানে নিয়োজিত নারী উদ্যোক্তাদের সাথে কথা বলে তাদের কাজে প্রশংসা করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আব্দুর রাজ্জাক, উপ পরিচালক অর্থ কে এম জাহিদ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ২০২০ সালের প্রথম পুরস্কার জয়ী উদ্যোক্তা সাজিয়া রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবেদ সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ উক্ত কুটির শিল্প পরিদর্শন করেছেন।
চট্টগ্রাম বিভাগের মনোনীত কুটির শিল্পের নারী উদ্যোক্তা হাছিনা আক্তার সেলী বলেন, আমি ক্ষুদ্র পরিসর থেকে কুটির শিল্পের মাধ্যমে উপজেলার অনেক নারীকে আত্মকর্মস্থানে স্বাবলম্বী করতে সহায়তা করেছি। বর্তমানে আমার এ কুটির শিল্পে প্রায় অর্ধশতাধিক নারী কর্মী রয়েছে। তাছাড়া আমার প্রায় ৬ একরের তিনটি মৎস্য খামার রয়েছে যা মাছের চাহিদা মেটাতে অবদান রাখছি। আমাকে ২০২৩ সালে দেশের ৯ জন নারী উদ্যোক্তা হিসাবে চট্টগ্রাম বিভাগের মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,৩ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur