Home / চাঁদপুর / জাটকা সংরক্ষণে চাঁদপুরে সাঁড়াশি অভিযান
jt
প্রতীকী ছবি

জাটকা সংরক্ষণে চাঁদপুরে সাঁড়াশি অভিযান

জাটকা সংরক্ষণে আবারো চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১২ এপ্রিল বুধবার ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ নৌ বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান চালিয়েছে।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোহ্লা চৌধুরী, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনে থাকা মাছ ধরার ১৫টি নৌকা এবং এক কোটি মিটারের বেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই এই ঘটনায় জড়িত ১৫ জেলেকে আটক করা হয়।

নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, জাটকা সংরক্ষণে গত মার্চ থেকে শুরু হওয়া এমন অভিযান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

অন্যদিকে, চাঁদপুর শহরের তিন নদীর মোহনা থেকে শুরু করে দক্ষিণে বরিশালের হিজলা মেহেন্দীগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার মেঘনা নদীর সীমানায় এই যৌথ সাঁড়াশি অভিযান চালানো হয়।

স্টাফ করেসপন্ডেট, ১৩ এপ্রিল ২০২৩