Home / উপজেলা সংবাদ / হাইমচর / জাটকা নিধনের দায়ে হাইমচরে আট জেলের ২ বছর কারাদণ্ড
চাঁদপুর জেলা কারাগার
জেলা কারাগার ফাইল ছবি

জাটকা নিধনের দায়ে হাইমচরে আট জেলের ২ বছর কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মেঘনায় ইলিশ সম্পদ কোস্ট গার্ডের পেটি অফিসার সাইফুল্লাহ বাবরের নেতৃত্বে সঙ্গী ফোর্স অভিযান পরিচালনা করে ৮ জেলে, মিটার জাল, ৫ কেজি জাটকা ও ১টি ৭৫ হর্স পাওয়া ইঞ্জিল নৌকা ও ১৫ কেজি ইলিশ জব্দ করে।

আটককৃত জেলেরা হাবিব বেপারী(২৪) পিতা আনোয়ার আলী, হান্নান বেগ(৪৫) পিতা হাবিল বেগ, আলম মোল্লা (৪০) পিতা মুসলিম, ফটিক বেপারী (৩৫), পিতা রাজ্জাক বেপারি , রোমান মিজি (২৫) পিতা ইউনুস মিজি, আনিস বেগ(২৬) পিতা তরপ আলী বেগ, লিটন (২৪) পিতা আঃ রব, আলম বেপারী (১৯) আবু বক্কর বেপারী বোরোচর একলাসপুর মতলব উত্তর। হাইমচর উপজেলা নির্বাহী ম্যাজেষ্ট্রেট মোঃ মেজবাহ উল আলম ভূইয়ার ভ্রাম্যমান আদালত প্রত্যেক জেলেকে ২ বছর জেল দেন।

সোমবার হাইমচর উপজেলা গাজীপুর এলাকায় থেকে অবৈধভাবে জাটকা নিধনকালে ৮ জেলে, জাল, মাছ ও নৌকা জব্দ করেন।

প্রতিবেদক : বিএম ইসমাইল, ১৬ মার্চ ২০২০