Home / চাঁদপুর / চাঁদপুরে শত শত ট্রলার ও নৌকা দিয়ে চলছে জাটকা ইলিশ নিধন
Hilsha
ছবি- চাঁদপুর টাইমস

চাঁদপুরে শত শত ট্রলার ও নৌকা দিয়ে চলছে জাটকা ইলিশ নিধন

চাঁদপুর হরিনা নৌ-ফাঁড়ি সংলগ্ন নদীতে বিভিন্ন এলাকা থেকে আগত ও বহিরাগত জেলেরা শত শত ট্রলার ও নৌকা দিয়ে জাটকা ইলিশ নিধন করছে।

মার্চ-এপ্রিল এই দুই মাস নদীতে সকল ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলার নিষিদ্ধ থাকলেও নদীতে অভয় আশ্রম চলাকালীন চলছে নৌ- পুলিশ ও কোস্ট গার্ডের নাকের ডগায় বিভিন্ন এলাকা থেকে বহিরাগত জেলেদের জাটকা ইলিশ নিধন।

এব্যাপারে চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বর,ইব্রাহিমপুর ইউনিয়ন ও ৫ নং হাইমচর, ৪ নং নীলকমল, ১নং গাজীপুর ইউনিয়ন, ২ নং উঃ আলগী ইউনিয়ন এবং সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের খাল সংলগ্ন নদীর প্রবেশ মুখে সাদুল্লাহপুরের নীরব চরের নদীর প্রবেশ মুখে ও১২নং নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর খাল সংলগ্ন নদীর প্রবেশ মুখে খাল সংলগ্ন নদীতে প্রকাশ্যেই জাটকা ইলিশ নিধন চলছে। খাল সংলগ্ন নদীর প্রবেশ মুখে বহিরাগত জেলেরা তাদের সুরক্ষার জন্য একশ্রেণির তথ্য সরবরাহকারী রেখেছেন।

ঐসব তথ্য প্রদানকারীরা নৌ- পুলিশ কোস্ট গার্ড ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখামাত্র মুঠোফোনে নদীতে জেলেদের সর্তক বার্তা দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সাহায্য করে।

প্রশাসন নদীতে অভয়াশ্রমে জাটকা ইলিশ নিধন বন্ধ করার লক্ষ্যে, জিরো টলারেন্স ঘোষণা করলেও নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের নাকের ডগায় বহিরাগত জেলেদের শত শত নৌকাও ট্টলার দিয়ে প্রকাশ্যপ জাটকা ইলিশ নিধন চলছে।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২০ মার্চ ২০২১