Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৪০০ কেজি জাটকাসহ আটক ২
জাটকাসহ

হাইমচরে ৪০০ কেজি জাটকাসহ আটক ২

চাঁদপুরের হাইমচর উপজেলার শহর আলী মোড়ে জাটকা ইলিশ পাচারকালে হাইমচর থানার টহলরত পুলিশের এসআই পলাশ সঙ্গী ফোর্স নিয়ে ৪০০ কেজি জাটকা ২ জনসহ একটি পিকাপ আটক করেন।

গত ২৫ মার্চ রাত্রিকালে হাইমচর থানায় চলমান জাটকা ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে চেক পোস্ট ডিউটি করাকালে আটক করেন। আটককৃতরা হলেন আনোয়ার মাঝি (৪২), পিতা – মৃত আব্দুর রাজ্জাক মাঝি, মাতা- রেজিয়া খাতুন, সাং- চরবংশী, মাঝি বাড়ী, ০১নং ওয়ার্ড, ০২নং চরবংশী ইউপি, থানা- রায়পুর, জেলা- লক্ষ্মীপুর, মোঃ জসিম প্রধানীয়া (৩২), পিতা- রেহান উদ্দিন প্রধানীয়া, মাতা- ফরিদা বেগম, সাং- জালিয়ারচর, বেপারী বাড়ী, ০৭নং ওয়ার্ড, ০৬নং চরভৈরবী, থানা- হাইমচর, জেলা- চাঁদপুর। স্থানীয় লোকজন জানায় আটককৃত জাটকা রায়পুর উপজেলার চরবংশী এলাকার থেকে হায়দারগঞ্জ বাজার হয়ে ঢাকা চালান করেন।

উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। আটক জাটকা এতিম খানা, অসহায় ও স্থানীয় লোকজন মাঝে বিতরণ করেন।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ২৫ মার্চ ২০২২