বৈশ্বিক জলবায়ু ঝুঁকির তালিকায় এবারও ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচের ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮’-তে এ তথ্য উঠে এসেছে। ২০১৬ সালেও বৈশ্বিক জলবায়ু ঝুঁকির সূচকে ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হন্ডুরাস। এরপর রয়েছে হাইতি (২), মিয়ানমার (৩), নিকারাগুয়া (৪) ও ফিলিপাইন (৫)। ১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্বের ২০০টি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মোট ৮শ’ ৫৯ জন মারা গেছেন। ওই সময়ে আর্থিক ক্ষতি হয়েছে দুই লাখ ৩১ হাজার কোটি ডলার।
গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতি, সর্বমোট মৃতের সংখ্যা, প্রতি ১০০ জনের বিপরীতে মৃতের সংখ্যা, ক্রয়ক্ষমতার সমতার নিরিখে ক্ষতি এবং জিডিপি অনুপাতে ক্ষতির পরিমাণ এই ‘নির্দেশক’ বিশ্লেষণ করে এবারের সূচক তৈরি করেন জার্মান ওয়াচের বিশেষজ্ঞরা।
প্রতিবছরই বিগত ২০ বছরের ক্ষয়ক্ষতির হিসাব ধরে এই সূচক তৈরি করে থাকে জার্মান ওয়াচ।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১১ : ৪৫ এএম, ১৩ নভেম্বর, ২০১৭ সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur