Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা
জরিমানা

মতলব উত্তরে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৪’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়, ২৬ জুলাই সোমবার উপজেলার শ্রীরায়েরচর (বাংলা বাজার),সুজাতপুর,গজরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৪’শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও মতল উত্তর থানার পুলিশের টিম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। করোনা মোকাবেলায় সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা বিস্তার রোধ করা যাবে না। সবাইকে ঘরে থাকুন। বিনা কারণে ঘরের বাইওে বের হবেন না। স্বাস্থ্যবিধি মেনে না চললে আটক,জেল ও জরিমানা করা হবে।

নিজস্ব প্রতিবেদক