Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব ও নারায়ণপুর বাজারে ১৯ হাজার টাকা জরিমানা
জরিমানা

মতলব ও নারায়ণপুর বাজারে ১৯ হাজার টাকা জরিমানা

করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার জন্য সারাদিন উপজেলা প্রশাসনের পাশাপাশি মাঠে ছিলেন সেনাবাহিনী ও পুলিশ।

বিনা কারণে বাসা বাড়ি থেকে বের হওয়া এবং বিধিনিষেধ অমান্য করায় মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজার এবং নারায়ণপুর বাজারে লকডাউনের ৪র্থ দিনে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক।

৪ জুলাই রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মতলব বাজার ও নারায়ণপুর বাজারে উপজেলা প্রশাসন, সেনাবাহীনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। লকডাউন অমান্য করা,স্বাস্থ্যবিধি ও সরকারের বিধিনিষেধ না মানায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ২ শত টাকা জরিমানা, ৯টি মামলা ও ৫জনকে আটক করা হয়।

আটককৃতদেরকে বিকেল ৫টায় মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় সাধারণ মানুষকে মস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরনের জন্য আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকার্তা ফাহমিদা হক।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ৪ জুলাই ২০২১