Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে লকডাউন অমান্য করায় ১১ হাজার টাকা জরিমানা
mobile court

মতলব উত্তরে লকডাউন অমান্য করায় ১১ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩‘শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

লকডাউন বাস্তবায়নে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

জানা যায়,লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার শ্রীরায়ের চর(বাংলাবাজার),কালির বাজার,ছেংগারচর বাজার,বেলতলি,কালীপুর বাজার,জীবগাঁওসহ বিভিন্ন স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ।

এ সময় লকডাউন ও বিধিনিষেধ অমান্য করায় ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩‘শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন,‘করোনা মোকাবেলায় আমরা সবাই মিলে কাজ করছি। টিম ওয়ার্কের মাধ্যমে পুরো উপজেলা লকডাউন বাস্তবায়নে কাজ চলছে। কেউ স্বাস্থ্যবিধি মেনে না চললে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিজস্ব প্রতিবেদক, ৩ জুলাই ২০২১