Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জনতার রোষানলে বেয়াই-বেয়াইন শ্রীঘরে
জনতার

কচুয়ায় জনতার রোষানলে বেয়াই-বেয়াইন শ্রীঘরে

চাঁদপুরের কচুয়া উপজেলার পিপলকরা গ্রামে বেয়াইনের সাথে দেখা করতে গিয়ে জনতার রোষানলে পরেন বেয়াই সামছুল আলম ওরফে মামুন। পরে স্থানীয় জনতা বেয়াই মামুন ও বেয়াইন লিমা আক্তারকে আটক করে কচুয়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

জানা গেছে, কচুয়া উপজেলার জগতপুর গ্রামের অধিবাসী আবুল বাশারের ছেলে সামছুল আলম ওরফে মামুন বুধবার সকালে তার আপন বেয়াইনকে মোবাইলে সু-কৌশলে ডেকে এনে একই এলাকার কাজী আলমের গৃহে প্রবেশ করে।

এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় বেশকিছু যুবক তাদের আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে এবং পরদিন বৃহস্পতিবার ২৯০ ধারায় তাদের উভয়কে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

তবে অভিযুক্ত আটক যুবক সামছুল আলম ওরফে মামুন নিজেকে নিদোর্ষ দাবি করে বলেন, আমি আমার বেয়াইনের সাথে প্রয়োজণীয় কাজে দেখা করতে আসলে কিছু অসাধু লোকজন আমাকে আটক করে।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,১ জুলাই ২০২১