Monday, May 04, 2015 11:40:48 PM
দিকে দিকে আজ কেন এত হরতাল অবরোধ?
জনতাকে মেরে তুমি কী নিতে চাও এ প্রতিশোধ?
কথা বলো জবাব দাও আমার মহাপ্রশ্নের?
জনতাকে মেরে তুমি প্রতিবাদ কর শোষনের?
যে জনগন শোষিত শত হাজার বছর ধরে,
সে জনতাকে মারিতে চাও তোমার অগ্নিঝড়ে?
সাতান্ন,বায়ান্ন আর একাত্তরের পর
তোমার শোষণ পড়িছে আজি জনতার উপর?
তোমার আঙুলে জনগন মাথা নোয়াবার নয়
যত বড়ই হও না তুমি পাইবে না কেহ ভয়।
ষোল কোটি জনগনের মিছিলে নামে যদি ঢল
কে দাড়াবে সামনে,আছে কার বুকের পাঠা বল?
একাত্তরে যুদ্ধ করেছি,করেছি আন্দোলন
সেই জনতাকে করিতেছ অগ্নিঝড়ের শোষণ?
মনে নেই নূর হোসেনের কথা ভুলে গেছ ভাই?
এ বাংলায় “জনতার উপর আর কেহ নাই।”
গাড়িতে আজি আগুন জ্বলে পুড়ছে কতো মানুষ
এখনও কী টনক নড়েনি, হও নি তুমি হুঁশ?
খালি করে দিলে কতো শতো বিরোহী মায়ের বুক
তোমারো তো পুত্র আছে,জাগে না পুত্র হারানোর দুখ।
শফি মিয়া এসেছিল ঢাকাতে পুড়েছে তার দেহ
কেউ কী খোঁজ নি’ছ তোমরা, দেখিতে গিয়েছ কেহ।
তোমাকে কী কোনদিন শফি ক্ষমা করিতে পারবে
প্রশ্ন করো বিবেকের কাছে উত্তর পাইবে।
ঝরালে তুমি ভাইয়ের অশ্রু, বোনের নয়ন
আজও কী তোমার তেঁজ থামে নি, ভরে নি কী মন?
যেই মা’টি বসিয়া আছে খা খা শূন্য দাওয়ায়
ভেসে যাচ্ছে নয়নের জল দখিনা হাওয়ায়।
পারবে সে মায়ের হাসিকে আবার ফিরিয়ে দিতে?
এই প্রশ্নের উত্তর ইচ্ছে করে জানতে।
বুঝো না তো তুমি স্বামী হারানোর নিদারুন জ্বালা
শুকিয়া গিয়াছে আজি স্বামীর জন্য গাথা মালা।
সে বোনটি, মা’টি, বধুটি করিবে কী তোমায় ক্ষমা?
ছেলের জন্য যে মায়ের চোখ অশ্রুতে জমা।
হয়ত বোঝার শক্তি তোমার হয় ন’কো ভাই
মনে রেখ,”জনগনের উপর আর কেহ নাই।”
কবি পরিচিতি :
মোঃ শামীম মাহমুদ
মাদারগঞ্জ, জামালপুর
মোবা : ০১৭৮৬৪৭৬৬৮০
এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur