দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ২য় তলায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি।
তিনি বক্তব্যে বলেন,খালেদা জিয়া যদি বিদেশে যেতে হয় তাহলে আদালতের মাধ্যমে নিয়ম মেনে যেতে হবে। না বুঝে তারা সবসময় মিথ্যাচার করছে। জনগণ শেখ হাসিনার সাথে আছেন। যারা ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে, বঙ্গবন্ধুর কণ্যাকে ৪২ বছরে ২১ বার হত্যার চেষ্টা করেছে, বঙ্গবন্ধুর কন্যার সাথে বারবার অমানবিক আচরণ করেছে, তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আবারও নৌকা মার্কা বিজয় হবে।
প্রধান বক্তৃার বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহবায়ক মোঃ মালেক শেখ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী।
১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রমজান আলী মৃধা (রঞ্জু)র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটোয়ারীর পরিচালনায়
এসময় পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ কুমার বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য গাজী আব্দুল গনি, পৌর যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির মিজি, সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সদস্য ও কাউন্সিলর কবির হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৬ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur