বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে এবং ট্রাকে আগুন দিচ্ছে। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২২ ডিসেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের চাঁদপুর-৩ আসনে প্রচারণায় অংশ নিয়ে উঠোন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে, চারজন-পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে নাশকতা করেন। অসহযোগ মানে এই নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যা যুদ্ধাপরাধী দোসর, তারা অসহযোগের মানেও বুঝে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।
গণসংযোগকালে দীপু মনির সঙ্গে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট,২২ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur