Home / শিক্ষাঙ্গন / চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়
চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মতবিনিময়

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে সোমবার (৮ অক্টোবর) আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে চাঁদপুর শহরের রসুই ঘর চাইনিজ রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ ইলিয়াস মিয়া।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর হোসেন সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম সোহেল, সহ সভাপতি বদিউজ্জামান শিমুল, চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি গোফরান মোস্তফা খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেত্রী নিগার সুলতানা।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব আব্দুল বাতেন, যুগ্ম আহবায়ক ওমর খৈয়াল, চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি ফররুখ আহমেদ, হাইমচর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মামুন খান, শিক্ষক নেতা আবুল হাসান খান, সালাউদ্দিন, সংগঠনের রামগঞ্জ উপজেলার সভাপতি মোঃ ইউনুস, মতলব উত্তর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, রায়পুরের সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতসহ বাংলাদেশকে বিভিন্ন ভাবে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার ক্ষেত্রে অনেক অনেক উন্নয়ন করেছেন। তাই সেক্ষেত্র প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহবান থাকবে আমরা যারা সহকারী শিক্ষক রয়েছি আমাদের প্রতি যাতে তিনি সুদৃষ্টি দেন।’

তারা আরো বলেন, ‘সরকারের এমন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমরা আবারো নৌকায় ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবো। আজকে এটাই হোক আমাদের প্রত্যাশা।’

প্রতিবেদক:কবির হোসেন মিজি
অক্টোবর ০৮,২০১৮

Leave a Reply