স্পোর্টস ডেস্ক | আপডেট: ১০:৩৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৫, রোববার
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া আর নেই। রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন।
বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ হঠাৎ বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তড়িঘড়ি তাকে বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তাকে সিসিইউ-তে চিকিৎসা দেয়া হচ্ছিল।
সেখানেই তার অ্যাঞ্জিওগ্রামও হয়। অবশেষে রোববার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আইসিসি প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur