ফরিদপুরের শহরতলী বিলমামুদপুর গ্রামে সৎ ছেলের ‘বেধড়ক পিটুনিতে’ শনিবার (৯ জুলাই) বিকেলে বিউটি বেগম নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত বিউটি বেগম ওই গ্রামের আকবর শেখের দ্বিতীয় স্ত্রী। তিনি ফরিদপুর শহরের দেশ ক্লিনিকে আয়ার কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী হাজেরা বেগম জানান, বিকেলে বিউটির সৎ ছেলে রাহিম (১৮) তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এসময় বিউটিকে উদ্ধারে এগিয়ে গেলে রাহিম তার ওপরও চড়াও হয়। একপর্যায়ে লাঠিরপ্রচণ্ড আঘাতে তার মৃত্যু হয়। ঘটনার সময় বিউটির স্বামী আকবর শেখ বাড়িতে ছিলেন না। এরপর রাহিম বাড়ি থেকে পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, আকবর শেখের প্রথম স্ত্রী মারা গেলে তিনি বিউটিকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের পরিবারের প্রায় অশান্তি লেগেই ছিলো।
ফরিদপুর কোতায়ালী থানার উপপরিদর্শক (এসআই) বিপুল জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে রাহিম পলাতক রয়েছে।’
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৮:৪০ পিএম, ৯ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ