Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
ছেংগারচর সরকারি ডিগ্রি

ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৩০ জানুয়ারি শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ হোসাইন মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লবী মনিরুজ্জামান ও যুগ্ম-সম্পাদক মোহাম্মদ শাহিন বকাউলের যৌথ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ¯েœহাশীষ দাস।

অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ এসএম আবুল বাশার বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এতে আরো বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল বাশার, মোঃ আলম খান, মোঃ মাকবুল আহম্মাদ, মোঃ মিজানুর রহমান হাওলাদার, গিয়াস উদ্দিন ভুইয়া, মোঃ কামরুল হাসান, এমএ হাকিম খান, সাবেক সহকারী অদ্যাপক কাজী আমিরা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান), সিনিয়র প্রভাষক মোঃ কামরুন হাসান অর্থনীতি), প্রভাষক কামরুল হাসান (রাষ্ট্র বিজ্ঞান), বিদায়ী অধ্যক্ষ এসএম আবুল বাশারের ছোট মেয়ে মুমতাহিনা (পৃথুলা) প্রমূখ।

অনুষ্ঠানে কলেজের বিদায়ী অধ্যক্ষ এসএম আবুল বাশারের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থী (বিবিএ সম্মান) নাফিজা আক্তার। এসময় প্রভাষক মোসা.কুহিনুর আক্তার, মান্না আক্তার, মোঃ কামাল উদ্দিন, মোঃ আহসান উল্লাহ সরকার,মোঃ হাবিবুর রহমান, বিপুলা রায়, রাবেয়া বসরী, কোহিনুর আক্তার, হাবিবুর রহমান, মোঃ শাহাবউদ্দিন, মোঃ মানিক মিয়া, মোঃ আনোয়রুল ইসলাম ভুইয়া, মোঃ নুরুজ্জামান, প্রভাষক শাহাদাত হোসেন, সালাউদ্দিন, মমিনুল ইসলাম, প্রদর্শক এসএম অলিউল্লাহ, হান্নান সরকার,ক্রীড়া শিক্ষক একে আজদ, সহকারী লাইব্রেয়িান,রিয়াজুল ইসলাম খন্দকার, হিসাবন রক্ষক কাজী মোঃ ইব্রাহিম খলিল, অফিস সহকারী খোরশেদ আলম, সাইফুল ইসলাম, শামীমা আক্তারসহ অন্যান্য কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশার অত্র কলেজে ২০১৪ সালের ৮ নভেম্বর যোগদান করেন। অত্র কলেজে থেকে ৬ বছর যাবত অত্যান্ত সততা,নিষ্ঠা,আন্তরিকতার ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। ৩১শে জানুয়ারি তার শেষ কর্মদিবস। কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে শনিবার (৩০ জানুয়ারি) তার অবসরজনিত কারনে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক,৩০ জানুয়ারি ২০২১